summer skin
insomnia 3

2 April, 2024

অ্যালোভেরা দিয়ে তুলুন ট্যান

credit: istock

image

TV9 Bangla

summer skin (1)

দক্ষিণবঙ্গে রোদের তেজ সহ্য করা যাচ্ছে না। এড়ানো যাচ্ছে না ট্যান, সানবার্নের সমস্যাও। রোদে বেরোলে গা পুড়ে যাচ্ছে তাপে।

summer skin (2)

ট্যানের সমস্যা থেকে মুক্তি নামী-দামি প্রসাধনী অনেক ব্যবহার করেছেন। তবু, ফিরে পাননি ফর্সা ও উজ্জ্বল ত্বক। এবার সাহায্য নিন অ্যালোভেরার। 

summer skin (3)

অ্যালোভেরা জেল ত্বকের জন্য উপকারী। অ্যালোভেরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের দেখভাল করে।

ত্বকের উপর নিয়ম করে অ্যালোভেরা জেল লাগালে একাধিক সমস্যা থেকে মুক্তি মেলে। কিন্তু ট্যান তুলতে গেলে আরেকটু খাটতে হবে।

অ্যালোভেরার জেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।

টক দই, বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখুন। শুকনো হয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এটি ট্যান তুলতে সাহায্য করবে।

অ্যালোভেরা জেলের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মাখুন। মিনিট পনেরো রেখে জল দিয়ে ধুয়ে ফেললেই ট্যান উঠে যাবে।

ট্যান তুলতে অ্যালোভেরা জেলের সঙ্গে মধু ও ডিমের সাদা অংশ মিশিয়েও মাখতে পারেন। এটি রোদে পোড়া দাগ তুলে দেবে নিমেষে।