23rd  January, 2025

ভারতের পতাকা বানিয়েছেন কে?

Credit - Canva

TV9 Bangla

আজ, ২৩ জানুয়ারি। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এমন দিনে ভারতের পতাকার মাহাত্ম নিয়ে না বললেই নয়।

ভারতের পতাকায় তিনটি রং রয়েছে। গেরুয়া, সাদা ও সবুজ। ভারতীয় তেরঙ্গা নকশার আগে ৩০টি দেশের পতাকা নিয়ে গবেষণা করা হয়েছিল। তারপর এর নকশা করা হয়।

গণপরিষদ ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতীয় ত্রিবর্ণরঞ্জিত পতাকা গ্রহণ করে। কিন্তু ১৯৪৭ সালের ১৫ অগস্ট তা সরকারি পতাকা হয়ে ওঠে।

 ভারতের এই পতাকার নকশা কে করেছেন? ভারতের তেরঙ্গার নকশা করেছেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি।

স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া এমন একটি পতাকার স্বপ্ন দেখেছিলেন, যা ভারতীয়দের একত্রিত করবে। তারই প্রতিফলন মেলে পতাকায়।

জাতীয় পতাকার শীর্ষে থাকা গেরুয়া রং ভারতের শক্তি ও সাহসের প্রতিনিধিত্ব করে। তেরঙ্গার সাদা রং সত্য ও শান্তির প্রতীক। একইসঙ্গে বিশুদ্ধতা, শুভ্ররও প্রতীক।

ভারতের জাতীয় পতাকায় থাকা সবুজ রং বিশ্বাস, বীরত্ব, প্রগতি, সৌভাতৃত্বের প্রতীক। ভারতের জাতীয় পতাকার মধ্যিখানে অশোক চক্র থাকে।

ভারতের পতাকায় মোট ২৪টি দণ্ড থাকে। তা ধর্ম, ন্যায়বিচার, সততা, সম্মান, বৈচিত্র্যময়তা ইত্যাদি গুণের প্রতীক।