21 March 2024
তেল মাখার পর যে উপায়ে শ্যাম্পু করবেন
credit: istock
TV9 Bangla
পরদিন শ্যাম্পু করার হলে আগের রাতে তেল মেখে ঘুমোন অনেকেই। এই টোটকায় চুল অনেক বেশি নরম ও উজ্জ্বল হয়ে ওঠে।
চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে নিয়মিত তেল মালিশ জরুরি। হাতে সময় না থাকলে আগের রাতেই তেল মেখে শুতে হয়। কিন্তু উপকার পান কি?
অনেকেই অভিযোগ করেন যে, তেল মেখে শ্যাম্পু করার পরও চুলের হাল ফেরে না। তখন বুঝতে হবে ভুল হচ্ছে শ্যাম্পু করায়।
চুলের হাল ফেরা সারারাত ধরে তেল মাথায় নিয়ে ঘুমোতে যাওয়ার দরকার নেই। স্নান করার ১০-৩০ মিনিট আগে তেল মাখলেই উপকার পাবেন।
দীর্ঘক্ষণ চুলে তেল মেখে থাকলে চুলের গোড়া নরম হয়ে যায়। আর তেল মাখার পর কোনও উপায়ে শ্যাম্পু করবেন, রইল সহজ টিপস।
ভেষজ তেল মাখছেন। অথচ শ্যাম্পুতে সালফেট রয়েছে। এতে কিন্তু কোনও উপকার পাবেন না। হার্বাল শ্যাম্পু ব্যবহার করলে উপকার পাবেন।
খুব গরম কিংবা খুব ঠান্ডা জল মাথায় ঢালবেন না। স্নানের সময় ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে।
শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। যতই তেল মাখুন। কন্ডিশনার ব্যবহার না করলে চুলের যত্ন অসম্পূর্ণ থেকে যায়।
আরও পড়ুন