07 February 2024
রোজ় ডে-তে মুখে দিন গোলাপের ছোঁয়া
credit: istock
TV9 Bangla
আজ বাজারে ব্যাঙ্গালোর রোজ় বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস। রোজ় ডে বলে কথা। তাই গাঁটের কড়ি খসিয়ে গোলাপ কেনা চাই-ই চাই।
সঙ্গীর জন্য ব্যাঙ্গালোর রোজ় নিন। আর নিজের জন্য কিনুন দেশি গোলাপ। দেশি গোলাপের পাপড়ি দিয়ে সারুন রূপচর্চা।
গোলাপের পাপড়িতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এছাড়াও ভিটামিন সি ও হাইড্রেটিং উপাদান রয়েছে, যা ত্বকের জন্য উপযুক্ত।
গোলাপের পাপড়ির তৈরি ফেসপ্যাক ত্বকের সমস্যা কমায় এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়। ত্বকে সতেজতা এনে দেয়।
প্রেম দিবসে গোলাপের মতো কোমল ও সুন্দর ত্বক পেতে গোলাপের ফেসপ্যাক ব্যবহার করুন। কীভাবে বানাবেন, রইল টিপস।
গোলাপের পাপড়ি ভাল করে ধুয়ে নিন। এরপর পাপড়িগুলো ৩-৪ ঘণ্টা গোলাপ জলে ডুবিয়ে রাখুন। তারপর মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন।
এবার গোলাপের পাপড়ি পেস্টের সঙ্গে ২ চামচ ভেষজ মধু মিশিয়ে দিন। এবার এই মিশ্রণটি ২০ মিনিট ফ্রিজে রাখুন। তৈরি গোলাপের ফেসপ্যাক।
এই ফেসপ্যাক ত্বকে উপর লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতেই ত্বক পাবেন গোলাপের আভা।
আরও পড়ুন