14th July, 2025

আপনার বউ কি সত্যি সুখে আছে? বলে দেবে হাতের পাতাই

TV9 Bangla 

Credit -  Getty Image

কথায় আছে, হাতেই লেখা থাকে ভাগ্য। একজন ব্যক্তির ভবিষ্যৎ কেমন হবে এবং ব্যক্তিত্ব কীরকম, তা বোঝা যায় হাত দেখে।

সমুদ্রশাস্ত্রে শরীরের অঙ্গ দেখেই ভবিষ্যদ্বাণী করা হয়। আপনিও নিজের ভাগ্য জানতে পারেন শুধুমাত্র হাতের তালু দেখে।

সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যাদের হাত বড়, তারা জীবনে বস্তুগত সুখ পান। এই ব্যক্তিরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন।

এই ব্যক্তিদের প্রচুর সম্পদ থাকে। এই ব্যক্তিরা বর্তমানে বাস করেন। তারা সর্বদা তাদের স্ত্রীদের খুশি রাখেন এবং তাদের কথা শোনেন।

সামুদ্রিক শাস্ত্র অনুসারে, ছোট হাতের মানুষরা ধনী হন। কিন্তু এই মানুষগুলি আবার খরচাও করেন অনেক। তারা মুখের উপর যেকোনো কথা বলতে বিশ্বাস করেন।

ছোট হাতের মানুষরা অল্পতেই রেগে যান, তারপর শান্তও হয়ে যান। তারা হৃদয়ে কিছু রাখেন না। এই মানুষগুলির জীবনে কোনও সুখ না থাকলেও, তারা নিজেদের মতো খুশি থাকেন।

যাদের হাতের তালু নরম, তারা জীবনে বেশি সুখ পান। এই ধরনের মানুষ রোমান্টিক হয় এবং তাদের কথা বলার ধরণ অন্যদের থেকে আলাদা। প্রথম সাক্ষাতেই মানুষ তাদের প্রেমে পড়ে যায়।

অন্যদিকে শক্ত তালুর মানুষদের সুখ পেতে খুব পরিশ্রম করতে হয়। তারা কেবল তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই নাম অর্জন করে। কিন্তু তাদের কিছু করার ইচ্ছা থাকে।