22 FEB 2025

গতি পরিবর্তন করছেন শনিদেব, কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে?  

credit:Getty Images

TV9 Bangla

কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি দেব। ৩৮ দিন সেখানেই বিরাজ করবেন তিনি। ২৮ মার্চ আবার কুম্ভ ত্যাগ করবেন শনি দেব। প্রবেশ করবেন মীন রাশিতে।

শনির পরিবর্তনশীল গতিপথের কারণে বদল আসতে চলেছে অনেকের জীবনে। কারও জীবনে আসছে সুসময়, কারও জীবনে আসছে ঘোর অশান্তি।

২২ ফেব্রুয়ারি সকাল ১১টা বেজে ২৩ মিনিটে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এর ফলে কোন রাশির ভাগ্যে কী নাচছে? কী বলছেন জ্যোতিষবিদরা।

মিথুন - শনির এই রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্যের সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হতে পারে।

এই রাশির জাতকদের কেউ যদি ব্যবসায়ী হন, তাহলে তাঁদের জন্য বিশেষ করে ভালো সময় প্রতিপন্ন হতে পারে ৩৮ দিন। তবে নতুন বিনিয়োগ করলে সব সময় সতর্ক থাকতে হবে।

কর্কট - শনির স্থান পরিবর্তন কর্কট রাশির জন্য বেশ শুভ বলে প্রমাণিত হতে পারে। শনিদেবের কৃপায় আপনার পদ মর্যাদাও প্রতিপত্তি বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।  

বৃশ্চিক - শনির কুম্ভ রাশিতে অবস্থান বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য শুভ হতে পারে। বিবাহিত হলে জীবন ভরবে সুখে। পদোন্নতি হতে পারে, ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন।

মীন রাশি - এই রাশির জাতক-জাতিকারা নিজেদের লক্ষ্য অর্জনে সফল হবেন। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন। ব্যবসায় লাভের যোগ রয়েছে।