14January 2024

স্কচবাইট সম্পর্কে এই সব তথ্য জানা আছে তো?

credit: istock

TV9 Bangla

বাসন মাজার জন্য স্কচবাইট লাগেই। আর এখন বাজারে অনেক রকম স্কচবাইট পাওয়া যায়। বাসন মাজার জন্য একরকম, কড়াই মাজার জন্য একরকম, আবার ননস্টিকের বাসন মাজার জন্য আরেক রকম

স্কচ বাইটের অনেক রকম রং পাওয়া যায়। এবার অনেকেই ঠিক বুঝতে পারে না যে কোন রঙের স্কচবাইট ব্যবহার করা ভাল। আর ঠিকভাবে ব্যবহার না হলে স্কটবাইট নষ্ট হয়ে যায়

স্কচবাইটের দুটো দিক থাকে হলুদ আর সবুজ। অনেকেই সবুজের দিকটা নষ্ট হয়ে গেলে তখন হলুদ অংশ দিয়ে বাসন মাজেন। এই ভুল করবেন না, এতে বাসনে বেশি ময়লা লেগে থাকে

সব সময় সবুজ দিক দিয়ে বাসন মাজবেন। অনেকেই ব্যবহারের পর স্কচবাইট ভাল করে না ধুয়ে তা সাবানের মধ্যে রেখে দেন। এতে কিন্তু মারাত্মক ক্ষতি হয়

বাসনের যাবতায় জীবানু লেগে থাকে এই স্কচবাইটের মধ্যে। যে কারণে প্রত্যেকবার বাসন মাজার পর  ভাল করে ধুয়ে জল চিপে ফেলে দাড় করিয়ে রাখা উচিত। এতে অতিরিক্ত জল ঝরবে আর স্কচবাইট তাড়াতাড়ি শুকোবে

বাজারে মোট ২ রঙের স্কচবাইট পাওয়া যায়। সবুজ, সবুজ-হলুদ আর গোলাপি। যদিও অনেকেই এই খোঁজ রাখেন না। অধিকাংশই সবুজ রঙের স্কচবাইট কিনে তা দিয়ে সব বাসন মাজেন

এই অভ্যাস খুবই ভুল। সবুজ রঙের স্কচবাইট দিয়ে সব বাসন পরিষ্কার করা যায় না। লোহার পাত্র, থালা, বাটি, রোজকার বাসন মাজার জন্য এই সবুজ স্কচবাইট ঠিক আছে। নন স্টিকের বাসন এতে মাজা ঠিক নয়

দামি কাচের বাসন, চিনেমাটির বাসন, গ্লাস-বাটি-থালা, মাইক্রোওয়েভ প্রুফ বাসন পরিষ্কার করতে সব সময় গোলাপি রঙের স্কচবাইট ব্যবহার করুন।  এতে বাসন ঠিকমতো পরিষ্কার হয়ে যায়। আর কোনও দাগও থাকে না