20 JUN 2025

বিয়ে হচ্ছে না, প্রমোশন আটকে যাচ্ছে? মোবাইলে এই ওয়ালপেপার রেখে দেখুন তো   

credit:Meta AI, pexels

TV9 Bangla

জ্যোতিষশাস্ত্র মতে, মোবাইল ফোনের ওয়ালপেপার আপনার মনের অবচেতন স্তরে প্রভাব ফেলে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক ফল আনতে পারে।

শুভ প্রতীক যেমন দেব-দেবীর ছবি, প্রকৃতি বা সুনির্দিষ্ট রং সঠিকভাবে বেছে নিলে মানসিক শান্তি, সৌভাগ্য ও ইতিবাচক শক্তি বাড়ে। অন্যদিকে, অশুভ বা হতাশাজনক ছবি মানসিক অশান্তি ও দুর্ভাগ্য ডেকে আনতে পারে। মোবাইলে কী ধরনের ওয়ালপেপার রাখা উচিত?

আশীর্বাদী বুদ্ধমূর্তি - এই ওয়ালপেপারটি যদি মোবাইল ফোনে লাগানো হয়, তা হলে জীবনের নানা বাধা কেটে যাবে। উন্নতি আটকে থাকলে সেইগুলি থেকে মুক্তি পাবেন।

সিঁড়ি দিয়ে উঠে যাওয়া ব্যক্তি - পরিশ্রম করেও ফল পাচ্ছেন না? এই ক্ষেত্রে কোনও ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে সেই রকম কোনও ছবি ওয়ালপেপারে রাখতে পারেন।

যোগমুদ্রা - সবসময় অস্থির লাগে? মন কিছুতেই স্থির রাখতে পারছেন না? মনের চঞ্চলতা কমাতে, মনোযোগ বাড়াতে মোবাইলে যোগমুদ্রার ওয়ালপেপার লাগাতে পারেন।

কলসি ভর্তি সোনার কয়েন - যদি টাকা-পয়সার সমস্যা থাকে, তা হলে তা দূর করতে কলসি ভর্তি সোনার কয়েন অথবা কলসি থেকে সোনার কয়েন উপচে পড়ার ওয়ালপেপার লাগাতে পারেন।

লাল গোলাপ - বহু দিন ধরে বিয়ে করবেন ভাবছেন কিন্তু একের পর এক বাধা এসেই চলেছে? মোবাইলে লাল গোলাপের ওয়ালপেপার লাগিয়ে দেখতে পারেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।