মানুষের থেকেও বেশি অনুভূতি আছে হাঙরের! কী কী জানেন?
credit: Getty Images
TV9 Bangla
সমুদ্রের অন্যতম হিংস্র প্রাণী হাঙর। গবেষণায় দেখা গিয়েছে হাঙরের মানুষের মতোই পঞ্চ ইন্দ্রিয় রয়েছে হাঙরের। বরং মানুষের থেকে আরও দুই ধরনের অতিরিক্ত অনুভূতি রয়েছে।
এই অতিরিক্ত অনুভূতি এঁদের শিকার করতে এবং আগাম বিপদের আভাস বুঝতে সাহায্য করে। হাঙরের একটি জটিল ইলেক্ট্রো সেনসরি সিস্টেম রয়েছে, যা তাঁদের চারপাশে ইলেক্ট্রো ম্যাগনেটিক রে শনাক্ত করতে সাহায্য করে।
এমনকি এই অনুভূতির মাধ্যমে নিজের চারপাশ সম্পর্কে একটি ইলেক্ট্রিকাল ম্যাপ তৈরি করতে পারে তাঁরা। যা চারপাশ সম্পর্কে একটা সম্যক ধারণা গড়ে দেয়।
হাঙরের শরীরে ল্যাটেরাল লাইন সিস্টেমে এক ধরনের সেনসরি রিসেপটর কাজ করে। যা জলের মধ্যে কোনও ভাইব্রেশন হলে তা বুঝতে সাহায্য করে।
হাঙরের ঘ্রাণ শক্তি প্রবল। হাঙরের মস্তিষ্কের ২/৩ অংশ সেই ঘ্রাণ শুকে তা কীসের গন্ধ সেটা শনাক্ত করতে পারে।
কোথাও এক ফোঁটা রক্তও থাকলে তা বহু দূর থেকে শনাক্ত করতে পারে হাঙর। জলের মধ্যে সামান্য রক্ত পড়লেই তা বুঝে সেই দিকে ধেয়ে যায় এই প্রাণী।
হাঙরের মাথার দু'পাশে রয়েছে দুটি চোখ। এই চোখের সাহায্যে প্রায় সব দিকেই নজর রাখতে পারে। ১৫ মিটার দূর অবধি দেখতে পায় তাঁরা। রেটিনার পিছনে বিশেষ স্তর হাঙরকে অল্প আলোতেও দেখতে সাহায্য করে।
হাঙরের শ্রবণ শক্তি প্রখর। এক কিলোমিটার দূর থেকে আওয়াজ শনাক্ত করতে পারে তাঁরা। তেঁতো, মিষ্টি, বা নোনতা স্বাদ বুঝতে পারে হাঙর। ত্বকের তলায় থাকা স্নায়ু হাঙরকে করে তোলে সংবেদনশীল।