19 March 2024

ঘুমানোর আগে রোজ স্লিপিং মাস্ক ব্যবহার করা যায় কি?

credit: istock

TV9 Bangla

রাতে মুমানোর আগে স্লিপিং মাস্ক লাগালে ত্বকের হাইড্রেশন বজায় থাকে। কিন্তু প্রতিদিন ঘুমানোর সময় ব্যবহার করা যায় কী?                                   

স্লিপিং মাস্কে নিয়মিত ময়েশ্চারাইজারগুলির তুলনায় অনেক ভালো। এর অর্থ হল ডিপ হাইড্রেশন যা শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।                                  

স্লিপিং মাস্কগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাতে ত্বক হয় উজ্জ্বল, অ্যান্টি-এজিং করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে মাস্ক ব্যবহার করা তার জন্য শ্রেয়।

রাতে ঘুমানোর আগে স্লিপিং মাস্ক লাগালে সময় ও পরিশ্রম কমে। ঘুমানোর সময় মাস্কটি ম্যাজিকের মতো কাজ করতে পারে, সর্বোচ্চ উপকার পাওয়া যায় সেই সময়ই।                                   

কিছু স্লিপিং মাস্কে শক্তিশালী এক্সফোলিয়েটিং উপাদান রয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য কঠোর হতে পারে এবং অতিরিক্ত এক্সফোলিয়েশন, শুষ্কতা বা জ্বালাভাব হতে পারে।                                   

 এক সপ্তাহে কতবার ব্যবহার করতে পারেন? ত্বকের জন্য সঠিকভাবে নিয়ম অনুসরণ করুন।  অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।                                   

তাতে যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া যায় বলে মনে করা হয়। এছাড়া সর্বোচ্চ সুবিধা থেকেও বঞ্চিত হয়।                                   

 স্লিপিং মাস্কগুলি বেশ গাঢ় হয়, তার জন্য ত্বকের জন্য সবসময় মাস্কগুলি কাজের কাজ কিছু হয় না। ক্লিনিংয়ের জন্যও বাধা সৃষ্টি করে।