7th January, 2025

এক বছরেই বদলাবে জীবন, উপায় বললেন প্রেমানন্দ মহারাজ

Credit - X

TV9 Bangla

জীবনে ভালো কিছু ঘটুক, সুখ ও সমৃদ্ধি আসুক তেমনটাই সকলে চান। পরিশ্রমের বিকল্প কিছু হয় না। অনেকে পরিশ্রম করেও সাফল্য পান না।

একটা সময়ের পর সাফল্য না পেতে পেতে চূড়ান্ত হতাশা গ্রাস করে। এ বার জীবন বদলে ফেলার উপায় বলে দিলেন প্রেমানন্দ মহারাজ।

প্রেমানন্দ মহারাজ কে? তিনি একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক গুরু, সাধক ও দার্শনিক। প্রেমানন্দ মহারাজ বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের উপাসক।

তাঁর বলা নানা কথা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। তিনি একবার বলেছিলেন, যদি কেউ জীবনে পরিবর্তন আনতে চান, তা হলে এক বছর কিছু নির্দিষ্ট জিনিস মেনে চলতে হবে।

প্রেমানন্দ মহারাজের মতে, প্রতিদিন সময় বের করে ঈশ্বরের পূজা করতে হবে। তা যে কারও মনকে শান্ত করে এবং ইতিবাচক শক্তি দেবে।

ঈশ্বরের ধ্যান করলে মন শান্ত হয়। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হন, তাঁর অভ্যন্তরীণ শক্তি জাগ্রত হয়।

মনে সব সময় ইতিবাচক চিন্তা রাখতে হবে। মন থেকে নেতিবাচক চিন্তা সরাতে হবে। সত্যি, অহিংসা, দয়া ও ক্ষমার মতো গুণকে আপন করতে হবে।

অপরকে সেবা করতে হবে। যা যে কোনও ব্যক্তিতে আত্মতৃপ্তি দেয়। জ্ঞান অর্জন করতে হবে। বই পড়তে পারেন। গুরুদের থেকে নির্দেশ নিতে পারেন।

সমাজ সেবায় অংশ নিতে হবে। যা সমাজের প্রতি সকলকে দায়িত্ব পালন করতে শেখাবে। এর ফলে যে কোনও ব্যক্তি দায়িত্বশীল হয়ে উঠবেন।

প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন যে মানুষ এক বছর ধরে এগুলো অনুসরণ করতে পারবেন, তাঁদের জীবনে সহজেই পরিবর্তন আসবে। তাঁর জীবন বদলে যাবে।