ঘনিয়ে আসছে মৃত্যু, আগে থেকে বুঝবেন কীভাবে? শাস্ত্র বলছে...
TV9 Bangla
Credit - Freepik, Pinterest
'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে', এই পংক্তি মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভূমির প্রতি" কবিতার অংশ। যার সঙ্গে বাস্তব জীবন জড়িয়ে।
জ্যোতিষশাস্ত্র মতে, মৃত্যুর আগে শরীর ও মনে বেশ কিছু লক্ষণ দেখা যায়। আর সেই লক্ষণগুলি দেখলেই যে কেউ বুঝতে পারবেন, তিনি জীবনের শেষপ্রান্তে চলে এসেছেন।
হিন্দুধর্ম অনুসারে, স্বাভাবিক মৃত্যু হোক বা অকালমৃত্যু, এই প্রক্রিয়াটি ছয় মাস আগে নির্ধারিত হয়। যদি কোনও ব্যক্তি এই লক্ষণগুলি সময়মতো বোঝেন, তাহলে ভালো।
কথিত আছে, এক ব্যক্তি মৃত্যুর কয়েক মাস আগে মৃত্যুর ঘণ্টা অনুভব করতে পারেন। পুরাণ মতে, মৃত্যুর শব্দ প্রথমে নাভি চক্রে অনুভূত হয়। বলা হয় মৃত্যুর আগে নাভিচক্র ভাঙ্গতে শুরু করে।
মৃত্যুর আগে, কোনও ব্যক্তির হাতের রেখা অস্পষ্ট এবং খুবই হালকা হয়ে যায়। ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। রেখা দেখতে পাওয়াটা বেশ কঠিন হয়ে ওঠে।
মৃত্যুর আসছে বুঝবেন, আয়নায়, তেলে বা জলেতে মুখ দেখতে পাবেন না। শোনার ও দেখার ক্ষমতাও কমতে শুরু করে। চোখের সামনে ঘন কালো অন্ধকার দেখা যায়।
মৃত্যুর কিছু সময় আগে কোনও ব্যক্তি তার চারপাশে যমদূত দেখতে পান। এবং মৃত্যুর আগে শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হতে থাকে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।