হাত ধুলেও যাচ্ছে না মাটনের গন্ধ? সাবানে হবে না কাজ
10 September 2023
বাড়িতে ভালমন্দ রান্না হলে সকলেই কবজি দুবিয়ে খান। বিশেষত রবিবারে। এদিনে দুপুরে তৃপ্তি করে ভাত না খেলে ঠিক যেন শান্তি হয় না। আর খাওয়ার পর ঘুম মাস্ট
রবিবারের স্পেশ্যাল খাবার হল মাটন। আবার এখন ইলিশও পাওয়া যাচ্ছে। ইলিশ ভাপা, দই এলিশ, সর্ষে ইলিশও অনেকে খাচ্ছেন। সঙ্গে চিংড়ির মালাইকারি, চিকেন, মাটন এসব তো আছেই
শরীরের জন্য খারাপ হলেও সপ্তাহে একদিন মাটন অনেক বাড়িতেই হয়। আলু দিয়ে মাটনের পাতলা ঝোল হোক বা মাটন কষা- গরম ভাতে মেখে খেতে খুবই ভাল লাগে। সঙ্গে একটু পাতিলেবু থাকলে তো কথাই নেই
এবার মাটন কষা বা বিরিয়ানি খাওয়ার পর সাবান দিয়ে হাত ধুলেও কিছুতেই যেন মাটনের গন্ধ যেতে চায় না। এমনকী ইলিশ, পমফ্রেট এসব খাওয়ার পরও হাতে গন্ধ লেগে থাকে
ডিম খেলেও হাতে আঁশটে একটা গন্ধ থাকে। এই সমস্যা সবচাইতে বেশি হয় মাছের ক্ষেত্রে। মাছ খেলে অনেকক্ষণ পর্যন্ত হাতে সেই গন্ধ লেগে থাকে। জল দিয়ে বার বার ধুলেও যেতে চায় না
খাবারের গন্ধ হাত থেকে দূর করতে খুব ভাল কাজ করে লেবুর রস। লেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে হাতে লাগান। এতে গন্ধ সহজেই দূর হয়ে যাবে। বিয়েবাড়িতে অনেকেই এই টোটকা কাজে লাগান
হেঁশেলে বেকিং সোডা থাকে। আর এই সোডাও গন্ধ দূর করতে ভাল কাজ করে। বেকিং সোডা আর সামান্য নুন একসঙ্গে মিশিয়ে হাতে লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে হাত ধুয়ে নিলে সমস্যার অনেক সমাধান হয়
হাত থেকে গন্ধ দূর করতে ভাল কাজ করে কফি গুঁড়ো। দু হাতে ভাল করে কফি গুঁড়ো মাখিয়ে নিন। এবার তা কিছুক্ষণ রেখে হাত ধুয়ে নিন। কফি যে কোনও গন্ধ সহজেই ঢেকে দিতে পারে
দাঁত মাজার পেস্ট হাতে একটু লাগিয়ে নিন। এক মিনিট রেখে সাবান দিয়ে ঘষে হাত ধুয়ে নিন। এর মধ্যে মিন্ট থাকে আর তাই এই পেস্ট ভীষণ ভাল কাজ করে, গন্ধ সহজেই দূর করে দিতে পারে