7 May, 2024
স্টিলের স্ট্র পরিষ্কার করবেন কীভাবে?
credit: istock
TV9 Bangla
আজকাল প্লাস্টিক বা কাগজের নয়, স্টিলের স্ট্র ব্যবহারের চাহিদা বেড়েছে। প্লাস্টিকের স্ট্র কখনওই স্বাস্থ্যের জন্য উপকারী নয়।
আবার কাগজের স্ট্র একবার জুস বা পানীয়তে ডুবিয়ে দিলেই কাজ শেষ। ১০ মিনিট পানীয়তে কাগজের স্ট্র রাখলেই তার আয়ু শেষ হয়ে যায়।
একটা বার বার ব্যবহার করতে চাইলে আর পরিবেশন দূষণ রোধ করতে চাইলে স্টিলের স্ট্র-ই সেরা। কিন্তু ঝামেলা হোক স্টিলের স্ট্র পরিষ্কার করা।
একই স্টিলের স্ট্র যখন বার বার ব্যবহার করবেন, তখন তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্ট্রয়ের মধ্যে নোংরা না লেগে থাকে তার খেয়াল রাখতে হবে।
স্টিলের স্ট্র ব্যবহারের পর গরম জলে ভাল করে ফুটিয়ে নিন। এতে স্টিলের স্ট্রয়ের ভিতর থাকা ময়লা, জীবাণু সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে।
স্টিলের স্ট্র পরিষ্কার করার জন্য বাজারে সরু ব্রাশ পাওয়া যায়। এই সরু ব্রাশের স্ট্রয়ের নলের ভিতর ঢুকিয়ে সহজেই পরিষ্কার করা যায়।
স্ট্র পরিষ্কার করার পরও দুর্গন্ধ ছাড়ে। স্ট্রয়ের দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডার সঙ্গে নুন মিশিয়ে তার মধ্যে স্টিলের স্ট্র ঘণ্টাখানেক ডুবিয়ে রাখুন।
ঘণ্টাখানেক পর সাবান মাজার সাবান দিয়ে ভাল করে স্টিলের স্ট্র মেজে নিন। জল দিয়ে ঝাঁকিয়ে ও সরু ব্রাশ দিয়ে স্টিলের স্ট্র পরিষ্কার করে নিন।
আরও পড়ুন