14 March 2024

মুখ ধোয়ার পর কি টোনার মাখা জরুরি?

credit: istock

TV9 Bangla

দিনে দু'বার ফেসওয়াশ ব্যবহার করেন। ফেসওয়াশ মুখে জমে থাকা সমস্ত ময়লা, তেল, জীবাণু পরিষ্কার করে দেয়। এরপর টোনার ব্যবহার করে কি?

ফেসওয়াশ ব্যবহারের পর টোনার ব্যবহার করা জরুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, মুখ ধোয়ার পর ক্রিম মেখে নেন।

ফেসওয়াশের পরও রোমকূপে মেকআপ, সাবান, ময়লা জমে থাকে। টোনার ত্বকের রোমকূপের গভীরে গিয়ে পরিষ্কার করে।

ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। টোনার ত্বকের উপর থাকা সেই অ্যাসিডিক উপাদানকে ফিরিয়ে আনে।

ত্বক ফেসওয়াশ দিয়ে ধোয়ার ফলে রোমকূপের মুখ খুলে যায়। এই  ওপেন পোরস ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ও ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে।

ওপেন পোরসের সমস্যা দূর করতে সহায়ক টোনার। এটি মুখ থেকে অবশিষ্ট তেল পরিষ্কার করে এবং রোমকূপগুলোকে বন্ধ করে দেয়।

টোনার ত্বকের ময়েশ্চারকে বজায় রাখতেও সাহায্য করে। তাই ফেসওয়াশ ব্যবহারের পর টোনার ব্যবহার না করলে ত্বকেরই ক্ষতি।

মুখ ধোয়ার পর তুলোর বলে টোনার নিয়ে মাখুন। টোনার সরাসরি ত্বকে স্প্রে করতে পারেন। টোনার শুকিয়ে গেলে তারপর সিরাম ও ময়েশ্চারাইজার মাখুন।