30 May 2024
ডার্ক সার্কেল থেকে ব্রণর দাগ দূর হবে, মেনে চলুন ৫ টিপস
credit: istock
TV9 Bangla
গরমে পিম্পলস, ব়্যাশের সমস্যা বেশি হয়। তারপর এগুলি কমে গেলেও ত্বকে কালো দাগ পড়ে যায়।
অনেকে চোখের নীচে ডার্ক সার্কেলের সমস্যাতেও ভোগেন। এটা মুখের সৌন্দর্য ম্লান করে দেয়।
চোখের নীচের ডার্ক সার্কেল, পিম্পলস, ব়্যাশের দাগ তুলতে অনেকে দামী-দামী বিভিন্ন কসমেটিকস মুখে লাগান। কিন্তু জানেন কি, ঘরোয়া উপায়েই এই দাগ তুলতে পারেন।
ত্বকের দাগ-ছোপ তুলতে দারুণ কার্যকরী হলুদ। জল দিয়ে হলুদের পেস্ট দাগে লাগালেই কাজ দেবে। হলুদের অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যায় কাজ দেয়।
মুখের দাগ-ছোপ দূর করতে কমলালেবুর খোসা খুব কার্যকরী। এতে হেস্পেরিডিন নামক বিশেষ উপাদান রয়েছে, যা দাগ দূর করে।
মুখের কালো দাগ তুলতে খুবই কার্যকরী পেঁপে। এতে থাকা ভিটামিন-সি মেলানিনের উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে দাগ-ছোপ দূর হয়।
দাগ-ছোপ দূর করে ত্বক উজ্জ্বল করতে দারুণ কার্যকরী চন্দন। গোলাপ জলের সঙ্গে চন্দনগুঁড়ো মিশিয়ে মুখে লাগান। সপ্তাহে অন্তত দু-বার করলেই উপকার পাবেন।
মুখের দাগ তুলতে সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন-ই ব্যবহার করতে পারেন। বেসন, দুধ ও ভিটামিন-ই ক্যাপসুল পেস্ট করে মুখে লাগান। দ্রুত উপকার পাবেন।
আরও পড়ুন