28 February 2024
ক'দিন অন্তর ফেসিয়াল করবেন?
credit: istock
TV9 Bangla
একটা বিশেষ অনুষ্ঠানের নেমতন্ন পড়লেই কেউ-কেউ পার্লারে ছোটেন। থ্রেডিং, ওয়াক্সিং, ফেসিয়াল করিয়ে সৌন্দর্য ধরে রাখে।
অনেকেই প্রতি মাসে ফেসিয়াল করান। আবার কেউ বছরে একবার পার্লারে যান। কিন্তু ত্বকের জন্য ক'দিন অন্তর ফেসিয়াল করানো দরকার?
ফেসওয়াশ, ময়েশ্চারাইজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশিরভাগ মহিলার রূপচর্চা। এই টোটকার বাইরে ফেসিয়াল খুব বেশি করান না তাঁরা।
যদি ফেসিয়াল না করিয়ে থাকেন, তাহলে নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের মাধ্যমেই আপনি ত্বকের জেল্লা ধরে রাখতে পারেন।
যদি ফেসিয়াল করানোর অভ্যাস থাকে, তাহলে বছরে একবার নয়, মাসে দু'বার পার্লারে যান। ১৫ দিন অন্তর ফেসিয়াল করানো দরকার।
১৫ দিন অন্তর ফেসিয়াল করলে ত্বকের রোমকূপগুলোও খুলে যায়। এতে ত্বক অক্সিজেন পায়। এতে ত্বক তরুণ দেখায় ও স্বাস্থ্যকর থাকে।
যাঁদের ত্বকে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যা বেশি থাকে, তাঁদের ১৫ দিন অন্তর ফেসিয়াল করানো উচিত। এতে ত্বক পরিষ্কার থাকে।
ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে গেলে ১৫ দিন অন্তর ফেসিয়াল করানো দরকার। এটি ত্বকের শুষ্কভাব, রুক্ষতা দূর করে আর্দ্রতা ফিরিয়ে আনে।
আরও পড়ুন