17 June 2024

পার্টিতে যাওয়ার আগে ঘরেই এভাবে করে নিন ফেসিয়াল

credit: istock

TV9 Bangla

হঠাৎ করে পার্টি পড়ে গিয়েছে? পার্টিতে যাওয়ার জন্য ফেসিয়াল করার সময় নেই? চিন্তা নেই!

পার্টি হোক বা উৎসব-অনুষ্ঠান, বাড়িতেই নিজেকে করে তুলতে পারেন উজ্জ্বল। ঘরোয়া উপাদানেই ত্বক থেকে বেরোবে গোলাপি আভা।

মুখের জেল্লা পেতে অনেকেই নানা প্রসাধনী লাগান। তবে মুখের উজ্জ্বলতা পেতে আগে মৃত কোষ পরিষ্কার করা জরুরি।

ফেসিয়ালের দারুণ কাজ করে আলুর রস। এর সঙ্গে টমেটো রস ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিলেই ত্বক হবে উজ্জ্বল।

দই, বেসন ও হলুদ দিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে নিলেই জেল্লা দেবে ত্বক।

দ্রুত জেল্লা পেতে খুব কার্যকর টমেটো ফেসপ্যাক। টমেটো পেস্ট করে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস, মধু এবং কফি মিশিয়ে মুখে লাগান।

কফি, দই এবং শসার রস মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। এটা মুখে কিছুক্ষণ লাগিয়ে ম্যাসাজ করুন। মৃত কোষ সরে গিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

মুখের মৃত কোষ পরিষ্কার করতে দারুণ কাজ করে ওটমিল। এটা কিছুক্ষণ জলে ভিজিয়ে তার সঙ্গে দই মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।