2 April 2024

ঘামাচি, দুর্গন্ধ থেকে মুক্তি, স্নানের জলে মেশান এগুলি 

credit: istock

TV9 Bangla

চৈত্রেই জ্যৈষ্ঠের দাবদাহ। প্রচণ্ড রোদ-গরম আর প্যাচপ্যাচে ঘামে ব়্যাশ, পিম্পলসের মতো ত্বকে নানা সমস্যা দেখা দেয়।

গরমে ত্বক সুস্থ রাখতে শুধু নিয়মিত স্নান করলেই হয় না, ব়্যাশ, চুলুকুনি দূরে রাখতে অনেকেই জলে ডেটল বা স্যাভলন মিশিয়ে স্নান করেন।

ত্বক সুস্থ ও সতেজ রাখতে সবসময় ডেটল বা স্যাভলনের দরকার নেই। জলের সঙ্গে এই ঘরোয়া উপাদানগুলি মিশিয়ে স্নান করলেই ত্বক থাকবে ব়্যাশমুক্ত ও সতেজ।

ত্বক সতেজ রাখতে খুব কার্যকরী গোলাপ জল। তাই স্নানের সময় জলে গোলাপ জল মিশিয়ে নিন,ত্বক থাকবে সুগন্ধময় ও সতেজ।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ-সমৃদ্ধ হলুদ। এটা রোজ স্নানের জলে সামান্য মেশালেই অকালবার্ধক্য ও ত্বকের সব সমস্যা দূরে থাকবে।

গরমেও দিনভোর সতেজ থাকতে স্নানের জলে কয়েকটি নিমপাতা ফেলে দিন। ঘামের কারণে হওয়া ব়্যাশ, চুলকানি দূর করে নিমের জল।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল, ভিটামিন-সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ লেবু ত্বকের জন্য খুব উপকারী। স্নানের জলে সামান্য লেবুর রস মেশালে ত্বকের সমস্যা, ঘামের দুর্গন্ধ দূর হবে।  

জলে সামান্য নুন মিশিয়ে স্নান করলে খুব কার্যকরী। এটা ত্বক সতেজ রাখে এবং বাতের ব্যথা, খুশকি দূর করে।