1 July 2024

 ব্রণ-পিম্পলস হবে না, আলু-বেসনের এই ফেসপ্যাক লাগান

credit: istock

TV9 Bangla

বর্ষায় সর্দি-কাশি, পেটের সমস্যা যেমন বাড়ে, তেমনই ত্বকের সমস্যা বাড়ে। বিশেষত, যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ব্রণ-পিম্পলস বেশি হয়।

ব্রণ-পিম্পলস বেশি হলে ত্বকে দাগ সৃষ্টি হয়। তার ফলে মুখের জেল্লা নষ্ট হয়ে যায়।

মুখের উজ্জ্বলতা ফেরাতে অনেকেই বাজারজাত বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু, এগুলিতে অনেক রাসায়নিক থাকে। ফলে ত্বকের সমস্যা বাড়তে পারে।

অনেকেই আবার ঘরে-বাইরে কাজ করতে গিয়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া বা পার্লারে যাওয়ার সময় পান না। তাঁরা এবার বাড়িতে ঘরোয়া উপাদানেই ত্বকের যত্ন নিন।

ত্বকের দাগছোপ তুলে জেল্লা ফেরাতে বেসন ও আলুর রসের কথা সকলেই জানেন। এবার এগুলি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক।

২-৩ চামচ বেসনের সঙ্গে খোসা ছাড়ানো একটি আলুর রস এবং এক চিমটে হলুদ দিয়ে ভাল করে মেশান। অল্প গোলাপ জল দিন। পেস্টটি ঘন হয়ে এলে মুখে লাগান।

মুখ পরিষ্কার করার পর আলু-বেসনের এই পেস্টটি লাগাবেন। ১০-১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে নিন। প্রতিদিন লাগালেই দাগ সরিয়ে জেল্লা দেবে ত্বক।

মুখের কালো ছোপ সরাতে আলু সেদ্ধ দিয়ে ফেসপ্যাক বানান। সেদ্ধ আলুর সঙ্গে লেবুর রস, মুসুর ডাল, কফি গুঁড়ো মিশিয়ে পেস্ট করে সপ্তাহে একবার লাগান।