26 May 2024

মুখে ব্রণ থাকলে এগুলো ভুলেও ব্যবহার করবেন না

credit: istock

TV9 Bangla

ব্রণ-প্রবণ ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ব্রণ হলে ত্বকে প্রদাহ তৈরি হয়। ত্বকে ব্যথা হয়। জ্বালাভাব দেখা যায়। ত্বক লাল হয়ে থাকে।

ব্রণ-প্রবণ ত্বকের যত্ন নিতে গেলে ত্বক ভাল করে পরিষ্কার করতে হয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ব্রণয় বার বার হাত দিতে নেই।

ব্রণ-প্রবণ ত্বকে চাইলে সব ধরনের পণ্য ব্যবহার করা যায় না। ভুল প্রসাধনী ব্যবহারের কারণে আপনার ত্বকের আরও ক্ষতি হতে পারে।

ব্রণর তাড়াতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। ব্রণর উপর কখনওই এসেনশিয়াল অয়েল সরাসরি প্রয়োগ করা উচিত নয়।

যে সব পণ্য অ্যালকোহল থাকে, সেগুলো ব্রণ-প্রবণ ত্বকে ব্যবহার করা উচিত নয়। এই ধরনের পণ্য ত্বকের বারোটা বাজাতে পারে।

অনেক ফেসওয়াশ ও টোনারে প্যারাবিন পাওয়া যায়। প্যারাবিন যুক্ত প্রসাধনী ব্রণ-প্রবণ ত্বকের জন্য ভাল নয়। এগুলো ত্বকের জন্য ক্ষতিকারক।

যে সব ক্রিম, লোশন, টোনারে সুগন্ধ রয়েছে, সেগুলো ভুলেও ব্যবহার করবেন না। সুগন্ধি যুক্ত প্রসাধনী ত্বকের জন্য উপযুক্ত নয়।

অনেকেই ব্রণ-প্রবণ ত্বকে নারকেল তেল, আমন্ড বা অলিভ অয়েল মাখেন। কিন্তু ব্রণ থাকলে মুখে তেল মাখা উচিত নয়। এতে সমস্যা বাড়বে।