30 March 2024

শামুকেই বাজিমাত! চল্লিশেও থাকবেন তরুণী 

credit: istock

TV9 Bangla

বাগানে বা পুকুর-ঘাটে শামুক ঘুরতে কম-বেশি সকলেই দেখেছেন। এবার সেই শামুক দিয়েই পেতে পারেন উজ্জ্বল ত্বক।   

শামুকের লালারস (স্নেল মিউসিন) দিয়েই তৈরি হয়েছে ক্রিম-সহ ত্বকের নানা প্রসাধনী। সাবানও তৈরি হচ্ছে।   

দক্ষিণ কোরিয়ায় খুবই জনপ্রিয় স্নেল মিউসিন থেকে তৈরি প্রসাধনী। এটাই কোরিয়ানদের উজ্জ্বল ত্বকের রহস্য বলেও মনে করা হয়।   

স্নেল মিউসিনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ, ব়্যাশের মতো ত্বকের নানা সমস্যা দূরে রাখে।   

বাগানের শামুকের লালারস ময়েশ্চারাইজিং ও অ্যান্টি-অক্সিডেন্টে পূর্ণ, যা কোলাজেনকে উদ্দীপ্ত করে। ফলে মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে তোলে।   

শামুকের লালারসে অ্যান্টি-অক্সিডেন্ট ছাড়াও ভিটামিন-এ, ই রয়েছে, যা বার্ধক্যজনিত লক্ষণ কমায় ও ত্বক টানটান রাখে।   

স্নেল মিউসিনে ক্যানসার প্রতিরোধক্ষমতাও রয়েছে। ফলে ত্বকের ক্যানসার রোধেও এটা কার্যকরী বলে গবেষণায় উঠে এসেছে।     

চর্ম বিশেষজ্ঞদের মতে, শামুকের লালারস ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে।