22 March 2024
দোল খেলার সময় ভুলেও এই ভুলগুলি নয়
credit: istock
TV9 Bangla
দোল আসতে চলেছে। দোল মানেই রঙের খেলা। আর বাজদার-চলতি রাসায়নিক রং ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করে।
দোল খেলতে যাওয়ার আগে ত্বক ও চুলের বিশেষ যত্ন না নিলে মারাত্মক ক্ষতি হতে পারে। আবার দোল খেলার পর রং তোলার সময়ও সতর্ক হন।
দোল খেলার আগে ও পরে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কয়েকটি টিপস মেনে চললেই ত্বক ও চুল থাকবে উজ্জ্বল।
রং খেলতে যাওয়ার আগে অবশ্যই হাত-মুখে ময়শ্চারাইজ ক্রিম লাগান। চুলেও নারকেল তেল লাগিয়ে যান।
দোলার খেলার সময় চেষ্টা করবেন কম দামি রঙের বদলে একটু দামি ও ভেষজ রং ব্যবহার করতে। তাহলে ত্বক ও চুলের কম ক্ষতি হবে
দোল খেলার পর রং তুলতে প্রথমেই জল দিয়ে মুখ হাত ধোবেন না। কটন বলে ময়শ্চারাইজ ক্রিম বা ক্লিনজার লাগিয়ে মুখে ঘষুন।
ক্লিনজার লাগানোর পর ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তবে স্ক্রাবার ঘষবেন না। তারপর মুখে টোনার লাগান।
রং খেলার পর মুখে ব্রণ বেরোলে মুলতানি মাটির ফেসপ্যাক লাগাতে পারেন। আর ঈষদুষ্ণ জলে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধোবেন।
আরও পড়ুন