06 MAR 2025

রং খেলতে গিয়ে হারিয়ে যাবেন না, নিজের যত্ন নেবেন কী ভাবে?

credit:PTI

TV9 Bangla

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই গোটা দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব। দোল বা হোলি যাই বলুন না কেন, সেই দিন সকলে রাঙা হয়ে ওঠেন রঙের ছোঁয়ায়।

সমস্যা হল অন্য জায়গায়। রং খেলার পরে সেই রং তোলা খুবই কষ্টকর। তার উপর যাঁদের ত্বক সংবেদনশীল তাঁদের জন সমস্যা আরও বেশি। রং খেলতে যাওয়ার আগে কিছু সতর্কতা মেনে চললে সেই সব সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়।

দোল খেলতে যাওয়ার আগে ত্বকে ভাল করে ময়শ্চারাইজার কিংবা ক্রিম মেখে নেওয়া জরুরি। তাহলে রং তুলতে সুবিধা হবে।

যেহেতু দিনের বেলায় খোলা জায়গাতেই প্রায় সকলে দোল খেলেন তাই সানস্ক্রিন ব্যবহারের কথা ভুললে চলবে না একেবারেই। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিন।

ক্রিম কিংবা ময়শ্চারাইজারের পরিবর্তে আপনি ত্বকে তেলও মেখে নিতে পারেন। নারকেল তেল মাখতে পারলে সবচেয়ে ভাল। খেলার পর সহজে রং উঠে যাবে।

চশমা থাকলে সেটা পরে দোল খেলুন। লেন্স পরে ভুল করেও দোল খেলতে নামবেন না। চোখের মারাত্ম ক্ষতি হতে পারে রং ঢুকে গেলে।

দোল খেলার সময় চেষ্টা করুন আবির এবং অর্গানিক কালার ব্যবহার করতে। তাহলে ত্বকের ক্ষতি তুলনায় কম হবে।

রঙের থেকে চুল বাঁচাতে নিদেন পক্ষে নরম কাপড় দিয়ে চুল ঢেকে নিন। সুতির ওড়না ব্যবহার করতে পারলে ভাল।