27 May 2024
ত্বক হবে দাগমুক্ত ও উজ্জ্বল, ব্যবহার করুন এই ভেষজ
credit: istock
TV9 Bangla
উজ্জ্বল ও দাগমুক্ত ত্বক পেতে অনেকেই মুখে অনেক পণ্য মাখেন। বাজার থেকে কেনা পণ্যের পাশাপাশি বাড়িতেও স্ক্রাব তৈরি করেন।
বাজারজাত অনেক পণ্য নামি কোম্পানির হলেও অনেকের ত্বকের সঙ্গে চলে না। ত্বক দাগমুক্ত হওয়ার বদলে উল্টো ফল হয়।
এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা ত্বকের বিভিন্ন সমস্যায় দারুণ কার্যকরী। এরকম একটি ভেষজ উপাদান হল, মঞ্জিষ্ঠা।
ইন্ডিয়ান ম্যাডার নামে পরিচিত, কফি পরিবারের একটি প্রজাতির ফুলের উদ্ভিদ হল মঞ্জিষ্ঠা। এর অপর নাম রুবিয়া কর্ডিফোলিয়া।
মঞ্জিষ্ঠা গুঁড়ো করে প্রতিদিন ত্বকে লাগান। পুরানো দাগ দূর করতে এবং মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী এটা।
মঞ্জিষ্ঠা ব্যবহার করে ত্বকে ফোলাভাব, লালভাব, হাইপারপিগমেন্টেশনের মতো সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।
এক চামচ মঞ্জিষ্ঠা পাউডার সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। এটা মুখে লাগানোর কিছুক্ষণ পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিলেই বাজিমাত।
এক চামচ দইয়ের সঙ্গে সমপরিমাণ মঞ্জিষ্ঠা পাউডার ও সামান্য জল মিশিয়েও ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটা ত্বক তুলতুলে করে তোলে।
আরও পড়ুন