চা করার পর তা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। এরপর আসে বাসন মাজার পালা। সেই সময়ই অনেকে গা ছাড়া মনোভাব দেখান।
অনেকে চায়ের ছাঁকনি ভালো করে ধুয়ে রাখেন না। শুধু জল দিয়ে ধুয়ে নেন। এর ফলে ধীরে ধীরে চায়ের ছাঁকনি কুচকুচে কালো হয়ে যায়।
বাসন মাজার সাবানও যদি কুচকুচে কালো চায়ের ছাঁকনি পরিষ্কার করতে না পারে, তা হলে সেই জেদি দাগ কীভাবে তুলবেন?
চায়ের কালো হয়ে যাওয়া ছাঁকনি অত্যন্ত সহজে তোলা যায়। যার জন্য কয়েকটি ছোট্ট টিপস মানলেই হবে। জেনে নিন সেগুলি।
চায়ের ছাঁকনি বরাবর স্টিলের ব্যবহার করা ভালো। প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার এড়িয়ে যাওয়াই শ্রেয়। এ বার প্রশ্ন হল, কীভাবে অপরিষ্কার চায়ের ছাঁকনি পরিষ্কার করবেন?
চা হয়ে যাওয়ার পর চায়ের কালো ছাঁকনি জ্বলন্ত গ্যাস বার্নারের সামনে ধরতে পারেন। অল্প পুড়ে যাওয়ার পর সেটি জলে ধুয়ে নিতে হবে। এরপর বাসন মাজার সাবান দিলে ঝকঝকে হয়ে যাবে চায়ের ছাঁকনি।
অপরিষ্কার চায়ের ছাঁকনি পরিষ্কার করার জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা দিয়ে স্টিলের বাসন ভালো পরিষ্কার করা যায়।
ভিনিগার বা ব্লিচ দিয়েও অপরিষ্কার চায়ের ছাঁকনি পরিষ্কার করতে পারেন। চায়ের ছাঁকনিতে অল্প ভিনিগার বা ব্লিচ দিয়ে ১০-১৫ মিনিট রাখতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে।