2 March 2024

জেল্লাদার ত্বক পেতে ঘরেই বানিয়ে নিন সামার স্ক্রাব

credit: istock

TV9 Bangla

উজ্জ্বল ও সফট ত্বক কে না চায়! ত্বকের জেল্লা ফেরাতে স্ক্রাব করা জরুরি। তবে ঋতু ভেদে আলাদা স্ক্রাব বেছে নেওয়া জরুরি।                                                   

গরম আসতে চলেছে। এই সময়ে সূর্যের অতি বেগুনি রশ্নি আটকায় এবং মৃত কোষ সরিয়ে তারুণ্য ফিরিয়ে আনতে পারবে, এমন স্ক্রাব করুন।                                                  

সূর্যের অতি বেগুনি রশ্নি আটকে মুখের জেল্লা ফেরাতে অনেকেই বাজারজাত সানস্ক্রিম, ক্রিম ব্যবহার করেন। তবে ঘরোয়া উপাদান দিয়ে আপনি বাড়িতে নিজেই প্যাক বানিয়ে নিতে পারেন।                                                   

ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে নারকেল তেল। তাই এর সঙ্গে চিনি গুঁড়ো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এটা মৃত কোষকে সরিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।                                                   

আনারস ও পেঁপেতে প্রাকৃতিক এনজাইম রয়েছে, যা মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। গ্রীষ্মের সময় এই স্ক্রাব আদর্শ।                                                     

ব্রণ, ব়্যাশ কমাতে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী অ্যালোভেরা। শশাও মুখে শীতলভাব আনে। তাই অ্যালোভেরা জেলের সঙ্গে শশা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে মুখে লাগান।                                                   

ত্বকের মৃত কোষ দূর করতে কার্যকরী ওটমিল। সংবেদনশীল ত্বকের জন্যও এটা উপকারী। ওটমিল ও টক দইয়ের প্যাক বানিয়ে মুখে মাখুন। ত্বক আর্দ্রতা বজায় রেখে জেল্লা ফিরবে                                                  

লেবুতে প্রাকৃতিক আলফা-হাইড্রক্সি অ্যাসিড আছে, যা ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। লেলুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে নিয়মিত ম্যাসাজ করুন। উপকার পাবেন।