25th  March, 2025

চরম গরমে বিন্দাস পরুন কালো পোশাক, শুধু মাথায় রাখুন...

TV9 Bangla

Credit - Instagram. X

আপনি কি ব্ল্যাক লাভার? গরমে কালো রংয়ের পোশাক পরলেই সামনে আসে প্রশ্নবাণ। কীভাবে তা সামলাবেন, জেনে নিন।

বিশেষজ্ঞদের মতে, গরমে সাদা বা অন্য কোনও হালকা রংয়ের পোশাক পরা ভালো। কারণ, এ সময় হালকা রংয়ের পোশাক পরলে রোদ এবং তাপ প্রতিফলিত হয়ে যায়।

আসলে কালো বা অন্যান্য গাঢ় রং বেশি তাপ শোষণ করে। তাই অনেকে মনে করেন, কালো, গাঢ় নীল ও খয়েরি রংয়ের পোশাক পরলে গরমে দিনের বেলা বেশি গরম লাগতে পারে।

কালো রংয়ে মোহময়ী লুকে নানা তারকাদেরও দেখা যায়। তাই কালো জামাকে বাই বাই না বলে, খেয়াল রাখুন কয়েকটি বিষয়।

গরমকালে কালো রংয়ের পোশাক পরার ইচ্ছে হলে, ঢিলে পোশাক পরার চেষ্টা করুন। কালো পোশাক পরে সরাসরি গায়ে রোদ না লাগানো ভালো।

 কালো রংয়ের পোশাক এই গরমে পরলে বেশি রোদে না বেরনোর চেষ্টা করলে ভালো। তাতে শরীরে তাপ লাগবে না। শরীর খারাপও হবে না।

গরমে কালো রংয়ের জামা পরা খারাপ বলেন না বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের মতে এই সময় হালকা রংয়ের পোশাক পরলে আরাম বেশি হয়।

কালো রংয়ের পোশাক গরমে পরতে ইচ্ছে হলে অবশ্যই বেছে নিন সুতির পোশাক। তা বেশ আরামদায়কও। এবার বেছে নিতেই পারেন, এই গরমে পছন্দের কালো পোশাক।