গরম পড়ছে। আর গরম মানেই সান ট্যানের সমস্যা। বিশেষত, যাঁরা রোজ স্কুল, কলেজ বা অফিসে যান, তাঁদের সান ট্যানের সমস্যা বেশি হয়।
সান ট্যানের ফলে মুখে, হাতে পায়ে অর্থাৎ দেহের খোলা অংশে কালো ছোপ পড়ে যায়। জেল্লা হারিয়ে ত্বক হয়ে পড়ে শুষ্ক।
সান ট্যান থেকে মুক্তি পেতে অনেকেই পার্লারে যান, স্পা করেন। তবে বাড়িতে নিজেই সাধারণ উপকরণ দিয়ে সান ট্যান থেকে মুক্তি পেতে পারেন।
সান ট্যান দূর করতে খুব কার্যকরী বাঁধাকপি। মুখ-সহ দেহের যেখানে ট্যান পড়েছে, সেখানে ফ্রিজে রাখা বাঁধাকপির ঠান্ডা পাতা অন্তত ১৫ মিনিট ধরে ঘষুন। উপকার পাবেন।
সর্দি-কাশির পাশাপাশি ট্যান দূর করতেও উপকারী ভিক্স জেল। ভিক্স জেল আঙুলে খানিক নিয়ে ট্যান পড়া অংশে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করুন। চটজলদি উপকার পাবেন।
সান ট্যান-সহ ত্বকের অনেক সমস্যায় কার্যকরী আইস কিউব। নরম কাপড়ে বরফের টুকরো মুড়ে সেটা ট্যান অংশে ঘষুন। ট্যান বেশি হলে আইস কিউব সরাসরি ঘষুন।
ত্বক উজ্জ্বল করতে কার্যকরী কেশর। মিল্ক ক্রিমের সঙ্গে কেশর মিশিয়ে সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে লাগান। সকালে উঠে জল দিয়ে মুখ ধুয়ে নিলেই ত্বক হবে উজ্জ্বল।
ভিটামিন-সি সমৃদ্ধ টক দই ত্বক উজ্জ্বল করতে বড় ভূমিকা নেয়। টক দই মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। এটা রোজ করলে ট্যান সম্পূর্ণ দূর হবে।