16 April, 2024

গরমের ফল দিয়ে ত্বকের যত্ন নিন

credit: istock

TV9 Bangla

রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এই অবস্থায় নাজেহাল অবস্থা হচ্ছে রাজ্যবাসী। রোদে তাপে জ্বলছে ত্বক।

রোদে রাস্তায় বেরোনো যাচ্ছে না। বেরোলেও হাত-পায়ে সানস্ক্রিন মাখতে হচ্ছে। মুখ, চোখ, নাক স্কার্ফ দিয়ে ঢেকে বেরোতে হচ্ছে।

ত্বকের অবস্থা বেহাল হয়ে পড়ছে এই গরমে। এই গরমে ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ব্যবহার করতে পারেন কুলিং ফেসপ্যাক। এটি ত্বকে শীতল প্রভাব আনবে।

শসা পেস্ট করে রস ছেঁকে নিন। এবার শসার রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকের উপর লাগান। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

পুদিনা পাতা বেটে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের প্রদাহ কমাবে। 

তরমুজের নির্যাসের সঙ্গে ১ চামচ মধু পেস্ট করে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে ২০ মিনিট রাখুন। এই ফেসপ্যাক ত্বকে সতেজতা আনবে।

তৈলাক্ত ত্বকের উপর মুলতানি মাটি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ফেসপ্যাক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। 

পাকা পেঁপের পেস্টের সঙ্গে মধু মিশিয়ে মুখ মাখুন। এটি ত্বককে হাইড্রেটেড রাখার পাশাপাশি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করবে।