09 March 2024
পা থেকে ট্যান তুলুন পেডিকিওর ছাড়াই
credit: istock
TV9 Bangla
পা থেকে ট্যান, মরা কোষ, দাগছোপ তুলতে পেডিকিওর ভরসা। কিন্তু ঘরে বসে পেডিকিওর করা সম্ভব নয়। পার্লারে সেই যেতেই হয়।
ঘরে বসে পেডিকিওর করা সম্ভব না হলেও পায়ের যত্ন নেওয়া যায়। বাড়িতে বসে পায়ের যত্ন নিতে ফুট মাস্কের সাহায্য নিন।
এসব ফুট মাস্ক প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে নিতে পারবেন। এতে পা থেকে ট্যান, দাগছোপ দূর হয়ে যাবে। এবং সুন্দর ও উজ্জ্বল পা পাবেন।
ফাটা গোড়ালি ও শুষ্ক চামড়ার সমস্যা দূর করতে ১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে পায়ে মালিশ করুন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেল ও মধু পায়ে ১০ মিনিট মেখে বসুন। এরপর ভিজে তোয়ালে গিয়ে পা মুছে নিন এবং মোজা পরে নিন।
একটি পাত্রে এক চামচ বেসন ও আফ চামচ হলুদ গোলাপ জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই পেস্ট পায়ে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।
এছাড়া মুলতানি মাটির সঙ্গে লেবুর রস মিশিয়ে ফুট প্যাক বানিয়ে ফেলুন। এই ফুট প্যাক ব্যবহার করলেও আপনি ট্যানের হাত থেকে মুক্তি পাবেন।
সপ্তাহে একদিন আপনি এই ফুট প্যাক ব্যবহার করতে পারেন। এটি পায়ের ত্বকের উপর দুর্দান্ত কাজ করবে। পা থাকবে নরম ও কোমল।
আরও পড়ুন