28 December 2023
শুধু শীতে নয়, বারোমাস গাছ ভরা গোলাপ চান?
credit: istock
TV9 Bangla
বাড়ির বাগানে বা ছাদে গাছ ভর্তি লাল টকটকে গোলাপ দেখলেই ভালোলাগে। তবে চাইলেই তো আর বাগানভরা ফুল ফুটবে না, এর জন্য চাই সঠিক পরিচর্চা।
গাছের পরিচর্যার উপর নির্ভর করে ফুলের সংখ্যা ও আকার। তার জন্য চাই আগাম কিছু প্রস্তুতি। কী করলে গাছ ভরে ফুটবে?
মাটি পরিবর্তন ও প্রুনিং বা ডাল ছাঁটা। তাই বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে অক্টোবরেই গোড়ার মাটি বদল করতে হয়।
টবের গোলাপ হলে গাছের গোড়া থেকে ২ ইঞ্চি দূর থেকে খুব সাবধানে পুরনো মাটি সরিয়ে নিন। প্রক্রিয়াটি শুরু করার আগে গোড়া অল্প করে ভিজিয়ে দিন।
শীতের সময় রোদ খুব গুরুত্বপূর্ণ। এই সময় টবের গাছটি রোদে রাখার ব্যবস্থা করুন। তবে, ভুল করেও চড়া রোদে কখনই গাছ রাখবেন না।
মাটি তৈরিতে নতুন দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট বা পাতাপচা সার বা পুরনো গোবর সার দিলেই সারা বছর পাবেন প্রচুর ফুল।
শীতের গাছ হলেও গোলাপকে বারোমাস বাঁচিয়ে রাখা সম্ভব। গাছকে সরাসরি রোদ থেকে সরিয়ে কোনও ছাওয়া জায়গায় টবটিকে নিয়ে আসুন।
গাছকে সারা বছর সুস্থ রাখতে চাইলে গরমের তিন মাস ফুল না নেওয়াই ভাল। কুড়ি এলেও কেটে ফেলে দিন। এতে গাছ ভাল থাকবে।
আরও পড়ুন