24 JAN 2025

এই সব ভুলেও সেলফি তুলবেন না, জেলে যেতে হবে কিন্তু

credit:Meta AI

TV9 Bangla

আজকাল অনেকেই ছবি তুলতে পছন্দ করেন। যেখানে যাই না কেন সেখানকার ছবি তুলে রাখতে ভালবাসি। হাতের মোবাইলটি খুলে বা ক্যামেরা দিয়ে জমা করে রাখি স্মৃতি।

আপনার এই অভ্যাস কিন্তু হয়ে উঠতে পারে ভয়ানক। ভারতে এমন কিছু জায়গা আছে যেখানে হয়তো আমরা প্রায় যাই, কিন্তু সেখানে ভুলেও ছবি তুললে জেলে পর্যন্ত যেতে হতে পারে।

রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর অধীন ১৪৫ এবং ১৪৭ নম্বর ধারা অনুসারে রেলওয়ে প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের কোনও ছবি তোলা যায় না। ভিডিও করাও নিষিদ্ধ।

দেশ-বিদেশ থেকে ভক্তরা ছুটে ছুটে আসছেন কুম্ভ মেলায়। ভক্তদের নিরাপত্তার কথা ভেবেই এখানেও কিন্তু সেলফি তোলা নিষিদ্ধ।

ভারতে এমন মন্দির আছে যেখানে মোবাইল নিয়ে ঢোকা যায় না। তেমনই অনেক মন্দিরে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ।

বড় বড় সরকারি অফিস, জাতীয় ভবন, স্মৃতিস্তম্ভ, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী বাসভবন, জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তার কারণে ছবি তোলা বারণ।

দেশের মধ্যে যে কোনও বিমানবন্দরে অভ্যন্তরীণ এলাকায় ছবি-ভিডিও করা অপরাধ। এর জন্য নিরাপত্তারক্ষীরা চাইলে জরিমানা বা জেল উভয় হতে পারে।

ভারতীয় সেনাবাহিনীর অধীন যে কোনও এলাকায় ছবি বা ভিডিও করা নিষিদ্ধ। বিশেষ তা যদি সেনার ক্যাম্প হয় তা হলে তো কথাই নেই। অনুমতি ছাড়া ছবি তোলা উচিত নয়।