07 February 2024

তমন্নার নিখুঁত ত্বকের রহস্য জানেন?

credit: istock

TV9 Bangla

তারকা মানেই প্রতিদিন স্যালোঁয় যান। নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু সবসময় তা ঘটে না। অন্তত তমন্না ভাটিয়ার ক্ষেত্রে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তমন্না ভাটিয়া জানিয়েছেন, তিনি রূপচর্চার জন্য প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখেন।

মেকআপ করলে ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। তা নামীদামি প্রসাধনীর চেয়ে অনেক গুণ বেশি কাজ করে প্রাকৃতিক উপাদান।

প্রাকৃতিক উপাদানের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। পাশাপাশি দাগছোপহীন এবং উজ্জ্বল ত্বক পেতে চাইলে ঘরোয়া টোটকাই সেরা।

মাত্র তিনটি উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ ফেসপ্যাক ব্যবহার করেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। ১০ মিনিট মেখে ধুয়ে নিলেই কাজ শেষ।

চন্দন গুঁড়ো, কফি ও মধু দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। প্রয়োজনে এতে গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। তৈরি তমন্নার স্পেশ্যাল মাস্ক।

প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর মুখে তমন্নার স্পেশ্যাল ফেসপ্যাক লাগিয়ে নিন। এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।

এই মিশ্রণটি মাস্ক আবার স্ক্রাব হিসাবেও ব্যবহার করা যায় বলে জানিয়েছেন তমন্না। ফেসপ্যাক শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন।