চুলের জেল্লা বাড়াবে চা! একবার জাস্ট এইভাবে ব্যাবহার করে দেখুন
TV9 Bangla
Credit - Getty Images
সকাল, দুপুর, বিকেল হোক বা রাত... যে কোনও সময় চা পেলে অনেকে আর কিছু চান না। চিনি ও দুধ ছাড়া চা খেলে শরীরের নানা উপকার হয়।
অনেকে জানেন না যে, চুলের যত্নেও চা বিরাট কার্যকরী। পাকা চুলের সমস্যা থেকে শুরু করে, চুল মজবুত করা সবেতেই চায়ের বিরাট কদর।
বিভিন্ন চা চুলে ব্যবহার করলে নানা উপকার হয়। চলুন জেনে নেওয়া যাক। চুলের সমস্যা কমাতে, চুলের স্বাস্থ্য ভালো করতে কালো চা ও গ্রিন টি দুটিই উপকারী।
গ্রিন টি-তে রয়েছে ভিটামিন-বি, পেন্থানল। এই পেন্থানল চুল মজবুত করতে সাহায্য করে। যার ফলে চুল মসৃণ হয়। এবং চকচকেও হয়।
অনেকে চুল ভালো রাখার জন্য কালো চা ব্যবহার করেন। এটি প্রাকৃতিক ভাবে চুল কালো রাখতে সাহায্য করে। যে সকল ব্যক্তিদের চুলে পাক ধরেছে, তারা এই চা লাগাতে পারেন।
চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। যা মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি চায়ে থাকা প্রদাহনাশক উপাদান স্ক্যাল্প চুলকানি ও জ্বালার সমস্যা কমায়।
চা দিয়ে স্ক্যাল্প ধুতে পারেন। চা বানিয়ে ছাঁকতে হবে। তা ঠান্ডা হলে মাথা ধুয়ে নিন। সপ্তাহে একবার করে চা দিয়ে চুল ধুলেই উপকার পাওয়া যাবে।
চা দিয়ে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। হেনার সঙ্গে চা মিশিয়ে চুলে ২ ঘণ্টা মেখে থাকুন। তারপর মাইল্ড শ্যাম্পু করুন। পাকা চুলের সমস্যা কমবে। মাসে ১ বার এটা ব্যবহার পারেন।