নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে
Credit - META AI, Pinterest
TV9 Bangla
ভারতের বিভিন্ন জায়গায় নানা দেব-দেবীর মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পূণ্যলাভের আশায় অনেকে সেই সকল মন্দিরে ছোটেন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভারতে এমন এক মন্দির রয়েছে, যেখানে গেলে মৃত্যুর পর নাকি নরক যন্ত্রণা আর মেলে না। কারণ, সেটি যমরাজের মন্দির।
আপনি কি জানেন যমরাজের মন্দির কোথায় অবস্থিত? তেলেঙ্গনার ধর্মপুরীতে শ্রী লক্ষ্মী নরসিংহ স্বামী দেবস্থানের মন্দিরে যমদেবতাকে দেখা যায়। যম ধর্মরাজ মন্দির বলেও বলা হয়।
ধর্মপুরীর এই যম ধর্মরাজ মন্দিরে প্রবেশ করার সময় প্রথমেই যমরাজের মন্দির দেখা যায়। সেখানে সব সময় একটি প্রদীপ জ্বলে।
ওই মন্দিরে আসা দর্শনার্থীরা যমরাজের মূর্তির সামনে থাকা জ্বলন্ত প্রদীপে তেল ঢালেন। বিশ্বাস করা হয় যে, এটি করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।
যমদেবতার ওই মন্দিরে যমরাজকে দেখার পর লক্ষ্মী নরসিংহ স্বামীকে দেখার প্রথাও রয়েছে। এই দর্শনের ফলে দীর্ঘায়ুর পাশাপাশি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।
সাধারণত তেলেঙ্গনার ওই যমদেবতার মন্দিরে দর্শনার্থীরা যম দ্বিতীয়তে আসেন। দীপাবলির দ্বিতীয় দিন যম দ্বিতীয়া পালিত হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কথিত আছে এই যে, ওই দিনে যম দেবতা দুপুরে খাবার খাওয়ার জন্য তাঁর বোন যমুনা দেবীর বাড়িতে আসেন।