28th June, 2025

জুলাইয়ে বিরাট সর্বনাশ অপেক্ষা করছে, ভবিষ্যদ্বাণী মিলে যাবে না তো!

TV9 Bangla 

Credit - Getty Images, Pinterest 

বিশ্ব ঠিক কোথায় দাঁড়িয়ে ২০২৫ সালে? এ বছর যেভাবে একের পর এক ঘটনা ও দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে অনেকের মনে শঙ্কা জেগেছে যে, এবছরই না পৃথিবী ধ্বংস হয়ে যায়!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে অনেককে বলতে শোনা যায় যে, এ বছরের ৫ জুলাই এক ভয়াবহ দিনে পরিণত হতে পারে।

কারণ, এই দিন এক বড় ট্রেন দুর্ঘটনা হওয়ার কথা। এই কথা, বলা ভালো এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে ‘দ্য সিম্পসনস’ কার্টুনে। এই কার্টুনে এমন অনেক দৃশ্য রয়েছে, যা হুবহু বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে।

দ্য সিম্পসনস কার্টুনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হবে ২০২২ সালে এ কথা বলা হয়েছিল। সত্যি হয়েছিল সেটাই। এ ছাড়া করোনা মহামারী নিয়েও দ্য সিম্পসনস কার্টুনে বলা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার খবরও এখানে বলা হয়েছিল অতীতে। ভূমিকম্প থেকে সুনামি নানা বিষয় নিয়ে এই কার্টুনে বলা হয়েছিল।

এই কার্টুনের এক এপিসোডে দেখানো হয়েছিল যে, ২০২৫ সালের ৫ জুলাই এক বড় ট্রেন দুর্ঘটনা হতে চলেছে। এবং সেই দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি হবে।

এ বছরের শুরু থেকে এই ৬ মাস ধরে একের পর এক অবাক করা ঘটনা ঘটে চলেছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু, আমেদাবাদ বিমান দুর্ঘটনা, ইরান-ইজরায়েল যুদ্ধ, একটার পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে।

রাজনীতি, পপ সংস্কৃতি এবং বিশ্বব্যাপী নানা বিষয় নিয়ে বুদ্ধিদীপ্ত ধারালো ব্যঙ্গ তুলে ধরে প্রায় ৮০০টি পর্ব দেখানো হয়েছে 'দ্য সিম্পসনস' কার্টুনে।

সেখানে এক একটি এপিসোডে অতীতে বলা নানা রসিকতা পরবর্তীতে যখন ভবিষ্যতের সঙ্গে মিলে গিয়েছে, সেই সময় অনেকই হতবাক হয়ে যায়।