বর্তমানে যা দিনকাল পড়েছে তাতে স্মার্ট ফোন ছাড়া অচল আমাদের জীবন। এক মুহূর্ত কল্পনা করা যায় না। কেবল বিনোদন তো নয়, ফোন এখন আমাদের কর্মজীবনের অঙ্গ হতে চলেছে।
সকালে চোখ খুলে থেকে রাতে শুতে যাওয়া অবধি হাতে মোবাইল। কিন্তু আপনি কি জানেন, কোনও ব্যক্তি কীভাবে মোবাইল ধরে তাই বলে দেবে তাঁর ব্যক্তিত্ব কেমন।
অনেকেই আছেন যারা দিনের বেশিরভাগ সময় একহাতে মোবাইল ধরেন। টাইপিং থেকে অনান্য কাজ, এক হাতে করতে স্বাছন্দ্য। এক হাতে ফোন ধরে বুড়ো আঙুল দিয়ে স্ক্রল করেন।
বিশেষজ্ঞদের মতে এমন ব্যক্তিরা জীবনে অত্যন্ত আত্মবিশ্বাসী হন। চিন্তামুক্ত থাকেন, সুখী হন। নিজের উপর আস্থা রাখেন। পরিস্থিতি সম্পর্কে অভিযোগ নয়, হাসি মুখে সমস্যার সমাধান করেন।
অনেকে আছেন যাঁরা একহাতে ফোন ধরে অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে স্ক্রল করেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর অর্থ সেই ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান। ব্যবহারিক বুদ্ধি বেশি। সহানুভূতিশীল এবং যত্নশীল প্রকৃতির হন। প্রতারকদের সহজে চিনতে পারেন, দূরদৃষ্টি সম্পন্ন হয়।
অনেকে দু'হাতে সমান ভাবে ফোন ধরে ব্যবহার করেন। এঁরা দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন। সমস্যার সময়ে বিচলিত না হয়ে তা সমাধান করতে পারেন। পরিস্থিতি অনুসারে প্রতিক্রিয়া দেয়। এমনিতে হাসিখুশি, কাজের ব্যপারে দারুণ সিরিয়াস। প্রেম জীবনে সফল হন।
অনেকে এক হাতে ফোন ধরে অন্য হাতের তর্জনি দিয়ে স্ক্রল করেন। এঁদের কল্পনা শক্তি উর্বর হয়। শৈল্পিক কাজে দক্ষ হন। এমনিতে বহির্মুখী, কিন্তু প্রেম বা কিছু ব্যক্তিগত বিষয়ে আদর পেতে পছন্দ করেন। সম্পর্কের বিষয়ে অন্যদিক থেকে আগে উদ্যোগ নিক এটাই তাঁদের চাহিদা।