৯৯ শতাংশই জানেন না, আইফেল টাওয়ারে আছে এক গোপন কুঠুরি! কী হয় সেখানে?
credit: Meta AI
TV9 Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম প্যারিসের আইফেল টাওয়ার। গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ ছুটে আসেন এই অদ্ভুত এই ভাস্কর্য দেখতে।
বিশেষ করে বিয়ের পরে মধুচন্দ্রিমায় প্যারিস যাওয়ার চল ইদানিং বেশ বেড়েছে। ভালবাসার শহর প্যারিস। তবে আপনি কি জানেন এই আইফেল টাওয়ারেই আছে এক গোপন কক্ষ?
আর্কিটেকচারালডাইজেস্ট ডট কমের একটি প্রতিবেদন অনুসারে বিজ্ঞানী টমাস এডিসন আইফেল টাওয়ারের ওই গোপন অ্যাপার্টমেন্টে থাকতেন। টমাস বাল্ব আবিষ্কার করে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে।
আইফেল টাওয়ারের নকশা তৈরি করেন গুস্তাভ আইফেল। শোনা যায় এই আইফেল টাওয়ার বানানোর সময় নিজের জন্য আইফেল টাওয়ারের মাথায় একটি অ্যাপার্টমেন্ট তৈরি করেন তিনি।
লেখক হেনরি গিরার্ড তাঁর বই লা ট্যুর আইফেল ডি ট্রয়েস সেন্ট-মিটারেও আইফেল টাওয়ারে একটি অ্যাপার্টমেন্টের কথা উল্লেখ করেছেন।
তাঁর ওই বই অনুসারে আইফেল কাউকে সেই অ্যাপার্টমেন্টে থাকতে দেননি। তবে টমাস এডিসনকে একবার নাকি সেই অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বর্তমানে সেই গোপন অ্যাপার্টমেন্টে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তবে বাইরে থেকে সেটা দেখা যায়। জানা যায়, ঘরের রং বাদামী রঙের। ঘরের ভিতরে চেয়ার, টেবিল সহ সব আসবাব আছে।
১৯৬৪ সালে আইফেল টাওয়ারকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে মনোনীত করা হয়। ১৯৯১ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় ৩৩০ মিটার দীর্ঘ এই টাওয়ার।