বাড়ির দেয়াল বা ছাদের কোণে টিকটিকি থাকা খুব সাধারণ বিষয়। কিন্তু বাড়িতে টিকটিকির সংখ্যা হঠাৎ করে বেড়ে গেলে তা কীসের লক্ষণ? শুভ নাকি অশুভ? কী বলছে বাস্তুশাস্ত্র?
প্রাচীন হিন্দু শাস্ত্রে, বিশেষ করে দক্ষিণ ভারতের কিছু বিশ্বাস অনুযায়ী, গায়ে টিকটিকি পড়া তার আওয়াজ নানা রকম ইঙ্গিতবাহী বলে মনে করা হয়। কোথায়, কখন এবং শরীরের কোন অংশে টিকটিকি পড়েছে, তার উপর ভিত্তি করে ভবিষ্যতের ভাল-মন্দ নির্ধারণ করা হয়।
বাড়িতে টিকটিকির সংখ্যা বৃদ্ধি পাওয়াকে অনেক সময় শুভ লক্ষণ হিসেবেও ধরা হয়। বলা হয়, এটি বাসস্থানে শান্তি, ইতিবাচক শক্তি ও অর্থ আসার ইঙ্গিত হতে পারে।
বিশেষ করে যদি টিকটিকি শুধু ঘরেই থাকে এবং কোনও ক্ষতি না করে, তবে তাকে লক্ষ্মী আগমন-এর সংকেত হিসেবে দেখা হয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, টিকটিকি এমন প্রাণী যারা নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়।
এই কারণে বাড়িতে এদের উপস্থিতি অনেকসময় অশুভ শক্তিকে প্রতিহত করার ইঙ্গিত দেয়। তবে যদি হঠাৎ করেই এদের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেটা বাড়ির ভারসাম্য বা বাস্তুদোষের চিহ্ন হতে পারে।
বিজ্ঞান ও পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে টিকটিকির সংখ্যা বাড়া মানে ঘরে পোকামাকড় বা পতঙ্গের পরিমাণ বেড়েছে। টিকটিকি মূলত পতঙ্গভোজী প্রাণী, তাই খাবারের উৎস থাকলেই তারা টিকে থাকে বা সংখ্যা বাড়ায়।
এ কারণে যদি ঘরে পরিচ্ছন্নতা না রাখা হয়, বা রাতে আলোর আশেপাশে অতিরিক্ত পতঙ্গ থাকে, তাহলে টিকটিকি বেশি দেখা যায়। বাড়িতে টিকটিকির সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে শুভ-অশুভ ধারণা থাকলেও, বাস্তবিক দিক থেকে এটা পরিবেশ ও ঘরের পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।