16 JUN 2025
২০২৫-এ এরাই রাজা! শনির কৃপায় ভাগ্যের চাকা ঘুরবেই এই ৩ রাশির
credit:TV9
শনির দৃষ্টিতে ঘোরে ভাগ্যের চাকা। কারোর লটারি লাগে, কারোর আবার কষ্টের শেষ থাকে না।
আসলে শনিদেব জীবনের শিক্ষা দেয়। কর্মের ফল দেন। যদি জীবনে সৎ থাকেন, তাহলে সাফল্য আটকানোর ক্ষমতা নেই কারোর।
যদি শনির শ্যেণ দৃষ্টি পড়ে, তাহলে জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ, যা কল্পনাও করা যায় না।
চলতি বছরের ২৯ মার্চ শনি অবস্থান বদল করেছে। ৩০ বছর পরে শনিদেব মীনে প্রবেশ করেছে ৷
শনিদেবের অবস্থান বদলে কুম্ভ রাশির সাড়ে সাতি শেষ হতে চলেছে। অন্যদিকে, মেষ, মীন ও সিংহ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে।
শনিদেব মীনে প্রবেশ করায় মকর রাশির সাড়ে সাতি থেকে মুক্তি হয়েছে,ফলে এবার তাদের জীবনে সুখ-সম্মৃদ্ধি আসতে চলেছে।
বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনেও শুভ পরিবর্তন হবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে, খুলে যাবে আয়ের নতুন রাস্তা। সরকারি চাকরিতে বদল হবে।
শনিদেবের কৃপায় মঙ্গল হবে তুলা রাশিরও । জীবনে উন্নতি হবে, তৈরি হবে চাকরির নতুন সুযোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। আর্থিক উন্নতিও হবে ব্যাপক।
আরও পড়ুন