ঘরের ভিতরে গাছ বসান
31 October 2023
দূষণের জেরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। তাই বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নিচ্ছে বিভিন্ন ইন্ডোর প্ল্যান্ট।
বাড়ির বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য ঘরে বিভিন্ন কোণে গাছ লাগাচ্ছেন অনেকে। কোন গাছগুলো বেশি উপযুক্ত জানেনে?
বেডরুমের শোভা আর ডাইনিং রুমে অক্সিজেনের বাড়াতে স্নেক প্ল্যান্ট বসান। বিভিন্ন প্রজাতি স্নেক প্ল্যান্ট বাজারে পাওয়া যায়।
বাড়ির বিভিন্ন কোণায় আপনি অ্যালোভেরা গাছ বসাতে পারেন। এই ভেষজ গাছ বাতাসকে দ্রুত পরিশুদ্ধ করতে সাহায্য করে।
ডাইনিং রুমে কাচের বোতলেই বসিয়ে দিতে পারেন মানিপ্ল্যান্টের ছোট্ট চারা। এটি ঘরের শোভা বাড়াবে ও অক্সিজেন দেবে।
ডাইনিং টেবিলে বসিয়ে রাখতে পারেন ছোট আকারের বাহারি বাঁশ। বাম্বু প্ল্যান্ট ঘরের ভেতরে অক্সিজেনের মাত্রা বাড়ায়।
ঘরের ভিতরেও বসাতে পারেন ফুলের গাছ। পিস লিলিতে সাদা রঙের ফুল হয়। এই গাছ বাতাস থেকে টক্সিন দূর করে দেয়।
তুলসি মঞ্চ বানাতে পারেন বাড়ির ভিতরেও। তুলসি গাছে নারায়ণের বাস। তাছাড়া এই গাছ চারপাশের বাতাসকে বিশুদ্ধ করে রাখে।
আরও পড়ুন