13th June, 2025

মাংস খাওয়ার পর ভুলেও খাবেন না এই জিনিসগুলি, শরীরে ছড়াতে পারে 'বিষ'!

TV9 Bangla

Credit -  Freepik, X

অনেক মানুষ আমিষ খাবার খেতে পছন্দ করেন। কেউ কেউ সপ্তাহে ২-৩ দিন মুরগি বা খাসির মাংস খেয়ে থাকেন। শরীরে প্রয়োজনীয় পুষ্টির জন্য মুরগি বা খাসির মাংস বেশ উপকারী।

মুরগিতে উপস্থিত প্রোটিন পেশির বৃদ্ধির জন্য বিশেষভাবে উপকারী। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে, মুরগি বা খাসির মাংস খাওয়ার পর বেশ কিছু খাবার খাওয়া উচিত নয়।

চলুন জেনে নেওয়া যাক সেই খাবার কোনগুলি। আসলে মটনে প্রচুর পরিমাণে চর্বি থাকে। তাই অনেকে মটন খাওয়ার পর ঠান্ডা পানীয় পান করতে আগ্রহী হন। তেমনটা করা চলবে না।

মটন খাওয়ার পর কখনও কোল্ড ড্রিঙ্কস পান করা উচিত নয়। এমনটা বলা হয় যে, মটন খাওয়ার পর ঠান্ডা পানীয় পান করলে মটনের চর্বি শরীরে জমাট বাঁধবে।

একইভাবে বিশেষজ্ঞরা বলছেন যে, খাসির মাংস খাওয়ার পর মধু, দুধ বা চা পান করা উচিত নয়। কারণ, এগুলো খেলে শরীরে বিষক্রিয়া ছড়াতে পারে।

এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, মটন খাওয়ার পর দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং তা দিয়ে তৈরি মিষ্টি খাওয়া উচিত নয়। এর ফলে হজমের সমস্যা হতে পারে।

যে কোনও আমিষ খাবার খাওয়ার পর মধু কখনও খাওয়া উচিত নয়। এর ফল শরীরের তাপ বৃদ্ধি পায়। যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য - উপরিল্লিখিত তথ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে প্রাপ্ত। এর কোনও দায় নেই TV9 Bangla-র।