সিমলা-মানালি ভুলে যাবেন, ঘুরে আসুন কাছের এসব স্থানে
credit: istock
TV9 Bangla
পাহাড় মানেই প্রথমে মনে আসে সিমলা-মানালির কথা। কিন্তু, এগুলো ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বেড়ানোর দারুণ জায়গা রয়েছে বাংলার কাছেই।
পাহাড় মানেই প্রথমে মনে আসে সিমলা-মানালির কথা। কিন্তু, এগুলো ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বেড়ানোর দারুণ জায়গা রয়েছে বাংলার কাছেই।
হিমালয়েরই তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য সিকিম থেকেই দেখা যায়। এছাড়া পাহাড়ে ঘেরা এই ছোট্ট রাজ্যটির সৌন্দর্য সব ঋতুতেই আলাদা ও অসাধারণ।
দেবদারু গাছ, ঝরনায় ঘেরা মেঘালয়ের রাজধানী শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়।
দেশের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা মৌসিনরাম এবং তার লাগোয়া চেরাপুঞ্জিও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই শহরের কোণে-কোণে রয়েছে গাছের সেতু।
অরুণাচল প্রদেশের অন্যতম জায়গা হল তাওয়াং। ২৬৬৯ মিটার উচ্চতায় অবস্থিত তাওয়াংয়ের নৈসর্গিক দৃশ্য অসাধারণ। এছাড়া বহু সুপ্রাচীন বৌদ্ধমঠ রয়েছে এখানে।
কাশ্মীর ভূস্বর্গ হলে পূর্ব ভারতের প্রাকৃতিক স্বর্গ মনে করা হয়, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরকে।
অসমের বোরিয়াল পর্বতমালার মধ্যে অবস্থিত হাফলং রাজ্যের সর্বোচ্চ হিল স্টেশন। এখানকার জলপ্রপাতের দৃশ্য অসাধারণ।