26 March 2024
রং মাখলেও ত্বক থাকবে উজ্জ্বল, লাগান এই ফেসপ্যাক
credit: istock
TV9 Bangla
দোল খেলার আগে যতই ত্বক ও চুলের যত্ন করুন, রাসায়নিক রঙের প্রভাব পড়বেই। তাই দোল খেলার পর জেল্লাহীন হয়ে পড়ে ত্বক ও চুল।
অনেকের রং মাখার পর ত্বকে লালচে ভাব, চুলকুনি, পিম্পলসের মতো সমস্যা দেখা দেয়। সংবেদনশীল ত্বকে এই সমস্যা বেশি দেখা দেয়।
রাসায়নিক রঙের প্রভাব কাটিয়ে ত্বক ও চুল পুনরায় প্রাণবন্ত-সজীব করে তুলতে ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক।
ত্বক সতেজ করে তুলতে দারুণ ভূমিকা নেয় ভেজানো চাল, দুধ। তাই ভেজানো চালের সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান।
রং তুলতে ও ব়্যাশ, পিম্পলসের সমস্যা দূর করতে ময়দা খুব কার্যকরী। তাই ঘরোয়া ফেসপ্যাকে চালের বদলে ময়দা ব্যবহার করতে পারেন।
দোল খেলার পরই মুখ পরিষ্কার করে এই ঘরোয়া ময়শ্চারাইজ ফেসপ্যাক মুখে লাগান। ব়্যাশ, চুলকুনি, পিম্পলসের সমস্যায় আরাম পাবেন।
বেসন, হলুদ এবং টক দই দিয়েও ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ত্বকের শুষ্কভাব দূর করে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে এই ফেসপ্যাক।
দোল খেলার পর সরাসরি টক দই বা দুধের সর মুখে লাগাতে পারেন। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের কোষের ভিতর থেকে রং টেনে বের করবে এবং ত্বকে পুষ্টি জোগাবে।
আরও পড়ুন