27 June 2024

গোলাপজলের সঙ্গে এগুলি মিশিয়ে মুখে লাগান, ত্বক হবে উজ্জ্বল

credit: istock

TV9 Bangla

বিয়ের মরশুম চলছে। কনে হোক বা কনের বন্ধু-আত্মীয়রা, বিয়েবাড়িতে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সকলেই চায়।

ত্বকের যত্নে অনেকেই নিয়মিত গোলাপ জল ব্যবহার করেন। ত্বকের ছিদ্র পরিষ্কার করতে ও ত্বক সতেজ রাখতে খুব কার্যকরী এটা

গোলাপ জল মুখের পিএইচ ভারসাম্য বজায় রাখে, ফলে ত্বক উজ্জ্বল থাকে। গোলাপ জলের সঙ্গে এগুলি মিশিয়ে মুখে লাগালে জেল্লা দেবে ত্বক।

ত্বকের জন্য খুব উপকারী মুলতানি মাটি। এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। ত্বকের তেলভাব কমিয়ে উজ্জ্বলতা ফিরে আসবে।

ত্বকের যত্নে অ্যালোভেরার কথা সকলেই জানেন। গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট পর মুখ ধুয়ে নিলেই দাগ সরিয়ে উজ্জ্বল হবে ত্বক।

গোলাপ জলের সঙ্গে ২:১ অনুপাতে চন্দন গুঁড়ো মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। এটা ত্বকের জ্বালাভাব কমিয়ে ত্বক সতেজ ও উজ্জ্বল করে।

ব্রণর সমস্যায় ভুগলে গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগান। এটা ব্রণ কমাতে সাহায্য করে।

বেসনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ত্বকে ট্যানিং এবং ডার্ক সার্কেলের সমস্যা দূর হবে।