22 June 2024
শ্যাম্পুতে এগুলো মিশিয়ে চুলে লাগান, দ্রুত চুল বাড়বে
credit: istock
TV9 Bangla
মাথায় চিরুনি দিলেই একগুচ্ছ চুল উঠে আসছে? প্রচণ্ড রোদ এবং ঘামের কারণে চুল বেশি ওঠে।
প্রচণ্ড গরম বা বর্ষার জন্য যেমন চুল ওঠে, তেমনই ভুল খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলও চুল ওঠার অন্যতম কারণ।
চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে শ্যাম্পুর সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে চুলে লাগান। চুলের বৃদ্ধিও হবে দ্রুত।
গোলাপজল চুলের জন্য খুব উপকারী। শ্যাম্পুর আগে গোলাপজল স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল ও পেয়াজের রস মিশিয়ে চুলে লাগান। এগুলি চুলের বৃদ্ধি দ্রুত করে এবং চুল শাইনি করে তোলে।
অলিভ অয়েল চুলের জন্য খুব উপকারী। এটা সরাসরি অথবা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন।
শ্যাম্পুতে ২ চামচ ল্যাভেন্ডার তেল যোগ করে মাথায় লাগতে পারেন। এটা মাথার ত্বকের পাশাপাশি চুলের রুক্ষতা দূর করবে।
খুশকি দূর করতে লেবুর রসের কার্যকারিতার কথা সকলের জানা। পাশাপাশি এটা চুল মজবুত করতে সাহায্য করে।
আরও পড়ুন