রোজের এমন বেশ কিছু জিনিস রয়েছে, যা অন্যের সঙ্গে শেয়ার করা উচিত নয়।
কিছু বস্তু এমন রয়েছে, যেগুলো যে যার নিজস্ব ব্যবহার করাই ভাল।
কারণ এসব জিনিস থেকে জীবাণু ছড়িয়ে পড়ার ও সংক্রমণের ঝুঁকি বাড়ে।
যেমন আপনার ব্যবহার করা রুমাল কাউকে দেবেন না।
একইভাবে, নিজস্ব তোয়ালে ব্যবহার করুন। এসব বস্তু শেয়ার করবেন না।
পরিবারে একটাই সাবান ব্যবহার করা হয়? সাবান, লোফা কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।
চিরুনি, টুথব্রাশ নিজস্ব থাকাই ভাল। এতে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি।
অন্যের হাওয়াচটি পরে ফেলেন মাঝে-মাঝে? এই অভ্যাসে বদল আনুন।
বন্ধুর লিপবাম, লিপস্টিক ভুলেও ব্যবহার করবেন না। নিজের লিপবাম, লিপস্টিকও অন্যকে দেবেন না।