2 June 2024

বাড়িতে এই গাছগুলি লাগান, গরমেও ঘর থাকবে ঠান্ডা

credit: istock

TV9 Bangla

ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই ফের বাড়তে শুরু করেছে গরম। উত্তর ভারতে তাপমাত্রা তো ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

প্রচণ্ড গরম আর দাবদাহে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ছে। উত্তর ভারতে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনে অনেকের মৃত্যুও হয়েছে।

প্রচণ্ড গরমে এসি ছাড়া ঘরেও থাকা যাচ্ছে না। তবে কয়েকটি গাছ রয়েছে, যেগুলি বাড়িতে রাখলে ঘর ঠান্ডা রাখে। এই গাছগুলি আপনিও বাড়িতে রাখতে পারেন।

দাবদাহের মধ্যেও ঘর ঠান্ডা রাখতে কার্যকরী স্ন্যাক প্ল্যান্ট। এই গাছটি বাড়িতে রাখলে ঘরের তাপমাত্রা কম রাখতে এবং বায়ু সতেজ রাখতে সাহায্য করে।

 গরমে ঘর ঠান্ডা রাখতে চাইলে অবশ্যই জানলায় বা বারান্দায় টবে লেমন গ্রাস গাছ রাখুন। এই গাছটি ঘরে থাকলে মশাও পালিয়ে যায়।

ঘর ঠান্ডা রাখতে ব্যালকনির টবে শিশু রবার গাছ রাখুন। এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।

ত্বক থেকে চুল সতেজ রাখতে অ্যালোভেরার কথা সকলেই জানেন। তবে কেবল ত্বক, চুল নয়, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঘর ঠান্ডা রাখতেও কার্যকরী অ্যালোভেরা।

শৌখিন গাছের পাশাপাশি কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম, আমের মতো বড়-বড় গাছও বাড়ির তাপ শুষে নিয়ে ঘর ঠান্ডা রাখে। তাই বাড়িতে গাছ বসানোর জায়গা থাকলে এই সমস্ত গাছ লাগান।