দাগমুক্ত ও উজ্জ্বল ত্বকের জন্য অনেকেই অ্যালোভেরা ব্যবহার করেন। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের বিভিন্ন সমস্যায় কাজ দেয়।
অ্যালোভেরায় উপস্থিত ভিটামিন-এ, ই ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরার ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বক নরম করে।
ত্বক উজ্জ্বল করে তুলতে অনেকেই অ্যালোভেরা জেলের সঙ্গে অনেক উপাদান মিশিয়ে মুখে লাগান, যা কখনও উচিত নয়।
অ্যালোভেরা জেল যেমন ত্বকের স্বাস্থ্যের জন্য খুব ভাল, তেমনই অ্যালোভেরা জেলের সঙ্গে অনেক উপাদান মেশালে ত্বকের ক্ষতি হতে পারে।
অ্যালোভেরার রসের সঙ্গে কখনও লেবুর রস মেশাবেন না। এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে পিম্পলস, লালভাব এবং চুলকানি হতে পারে।
ব্ল্যাকহেডস দূর করতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। কিন্তু, অ্যালোভেরা জেলের সঙ্গে কখনও টুথপেস্ট মেশাবেন না। তাহলে ত্বকে জ্বালাভাব হতে পারে।
ত্বক পরিষ্কার করতে অনেকেই বেকিং সোডা ব্যবহার করেন। কিন্তু, এটা কখনও অ্যালোভেরার সঙ্গে মেশানো উচিত নয়। এতে ত্বকে জালাভাব, পিম্পলস হতে পারে।
অ্যালোভেরা জেল মুখে লাগানোর পর কখনও ফেসওয়াশ করবেন না। তাহলে ত্বকের পিএইচ ভারসাম্য খারাপ হতে পারে।